2:43 am, Saturday, 27 December 2025

কানাডায় গ্ল্যামারাস লুকে নুসরাত

  • Reporter Name
  • Update Time : 12:04:44 pm, Friday, 26 December 2025
  • 15 Time View

দেশের চেয়ে বিদেশের মাটিতেই এখন বেশি সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাস কয়েক আগে ঢাকায় ফিরলেও বর্তমানে কানাডায় অবস্থান করছেন তিনি; বড়দিন এবং বছরের শেষ সময়টা ছুটির আমেজেই কাটাতে ব্যস্ত নায়িকা।  

কখনো টরোন্টো আবার কখনো ওটায়া- তুষারশুভ্র পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে আবার দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও।

এরই মধ্যে নায়িকার এক স্টাইলিশ লুক নজর কেড়েছে তার ভক্তদের। শুক্রবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। ওটায়া থেকে প্রকাশ করা সেই ছবিতে নায়িকাকে দেখা মেলে খানিক উষ্ণ অবতারেই। অফ-শোল্ডার কালো গাউন, সঙ্গে খোলা চুলে নুসরাতের এই গ্ল্যামারাস লুক; যা ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ায়। সেই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি’।

নুসরাত ফারিয়ার এই ছবিগুলোতে ভক্ত ও নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন তাকে ‘ক্লিওপেট্রা’র সাথে তুলনা করে প্রশংসা করেছেন। আরেকজন লিখেছেন, ‘গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি’। তবে কেউ কেউ তীব্র শীতে নুসরাতের পাতলা পোশাক দেখে মজার মন্তব্যও করেছেন।

 

ওটায়ায় জায়েদ খানের সঙ্গে নুসরাত ফারিয়া
কানাডা ভ্রমণের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বড়দিন এবং নতুন বছরের আমেজ তারা একসাথেই উদযাপন করছেন। ওটায়া থেকে প্রকাশ করা একটি ছবিতে দুই তারকাকে একসাথে ফ্রেমবন্দি হতে দেখা গেছে। ছবিতে জায়েদ খানকে কালো লম্বা কোট, মাথায় ব্যান্ডানা এবং সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়; হাতে ছিল একটি সুন্দর ফুলের তোড়া। নুসরাতকে তার পাশে কালো শীতের পোশাকে দাঁড়িয়ে হাস্যোজ্বল অবস্থায় দেখা যায়।
আগামী ২৭ ডিসেম্বর ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে তাদের একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে, যার আমন্ত্রণ জানিয়ে নুসরাত নিজেই একটি পোস্ট দিয়েছেন। বিদেশের মাটিতে এই দুই তারকার একসাথে ঘোরাঘুরি ও বছর শেষের উদযাপনের মুহূর্তগুলো এখন আলোচনায়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কানাডায় গ্ল্যামারাস লুকে নুসরাত

Update Time : 12:04:44 pm, Friday, 26 December 2025

দেশের চেয়ে বিদেশের মাটিতেই এখন বেশি সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাস কয়েক আগে ঢাকায় ফিরলেও বর্তমানে কানাডায় অবস্থান করছেন তিনি; বড়দিন এবং বছরের শেষ সময়টা ছুটির আমেজেই কাটাতে ব্যস্ত নায়িকা।  

কখনো টরোন্টো আবার কখনো ওটায়া- তুষারশুভ্র পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে আবার দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও।

এরই মধ্যে নায়িকার এক স্টাইলিশ লুক নজর কেড়েছে তার ভক্তদের। শুক্রবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। ওটায়া থেকে প্রকাশ করা সেই ছবিতে নায়িকাকে দেখা মেলে খানিক উষ্ণ অবতারেই। অফ-শোল্ডার কালো গাউন, সঙ্গে খোলা চুলে নুসরাতের এই গ্ল্যামারাস লুক; যা ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ায়। সেই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি’।

নুসরাত ফারিয়ার এই ছবিগুলোতে ভক্ত ও নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন তাকে ‘ক্লিওপেট্রা’র সাথে তুলনা করে প্রশংসা করেছেন। আরেকজন লিখেছেন, ‘গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি’। তবে কেউ কেউ তীব্র শীতে নুসরাতের পাতলা পোশাক দেখে মজার মন্তব্যও করেছেন।

 

ওটায়ায় জায়েদ খানের সঙ্গে নুসরাত ফারিয়া
কানাডা ভ্রমণের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বড়দিন এবং নতুন বছরের আমেজ তারা একসাথেই উদযাপন করছেন। ওটায়া থেকে প্রকাশ করা একটি ছবিতে দুই তারকাকে একসাথে ফ্রেমবন্দি হতে দেখা গেছে। ছবিতে জায়েদ খানকে কালো লম্বা কোট, মাথায় ব্যান্ডানা এবং সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়; হাতে ছিল একটি সুন্দর ফুলের তোড়া। নুসরাতকে তার পাশে কালো শীতের পোশাকে দাঁড়িয়ে হাস্যোজ্বল অবস্থায় দেখা যায়।
আগামী ২৭ ডিসেম্বর ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে তাদের একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে, যার আমন্ত্রণ জানিয়ে নুসরাত নিজেই একটি পোস্ট দিয়েছেন। বিদেশের মাটিতে এই দুই তারকার একসাথে ঘোরাঘুরি ও বছর শেষের উদযাপনের মুহূর্তগুলো এখন আলোচনায়।